ক্যারিবীয় পেসারদের মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ

হার্ডহিটিং ব্যাটিংয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ যুব দলের শক্তির জায়গা হচ্ছে তাদের দুর্দান্ত পেস আক্রমণ। এই যুব বিশ্বকাপেও তাদের পেসাররা বেশ দাপট দেখিয়ে আসছে। অবশ্য তা নিয়ে মোটেও চিন্তিত নয় বাংলাদেশ। প্রতিপক্ষের পেস আক্রমণের মোকাবিলায় প্রস্তুত স্বাগতিক তরুণ ক্রিকেটাররা।
বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘প্রতিপক্ষের পেস আক্রমণ শক্তিশালী তা মানতে দ্বিধা নেই আমাদের। অবশ্য পেস বোলারদের খেলতে আমাদের ব্যাটসম্যানদের খুব একটা সমস্যা হয় না। বরং গতির বল খেলতে ভালোই লাগে আমাদের।’
যুক্তি তুলে ধরে মিরাজ বলেন, ‘গত বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের দুর্দান্ত পেস আক্রমণের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। তা ছাড়া গত কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের এই পেস আক্রমণের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছে বলেই সাফল্য এসেছে।’
দলের ওপেনিং জুটির সাফল্য না পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত কয়েকটি ম্যাচে আমাদের ওপেনাররা খুব একটা সাফল্য পায়নি তা ঠিক। কিন্তু তা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। আশা করছি পরের ম্যাচগুলোতে তারা ভালো কিছু করবে।’