ম্যানইউর হার, সিটির ড্র

প্রিমিয়ার লিগে হতাশার রাত কাটিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানইউ। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে অবশ্য হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে অন্তত একটি পয়েন্ট যোগ করতে পেরেছে তারা। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে লিস্টার সিটি।
২৩ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিস্টার সিটি। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৪৪ পয়েন্ট। তবে গানাররা অবশ্য খেলেছে ২২ ম্যাচ। রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসিকে হারাতে পারলে অবশ্য লিস্টার সিটিকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করতে পারে আর্সেনাল। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে পঞ্চম স্থানে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ-সাউদাম্পটন ম্যাচের প্রায় পুরো সময়ই কেটেছিল গোলশূন্য সমতা নিয়ে। কিন্তু ৮৭ মিনিটে স্বাগতিকদের হতাশায় ডোবান সাউদাম্পটনের ফরোয়ার্ড চার্লি অস্টিন। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিও পড়েছিল হারের আশঙ্কায়। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থাকার পর ৮১ মিনিটে সমতাসূচক গোল করে ম্যানসিটির মান বাঁচান আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। এর আগে ৯ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটিও করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। ১ ও ৫৬ মিনিটে ওয়েস্ট হ্যামের পক্ষে দুটি গোল করেছিলেন ইনার ভ্যালেন্সিয়া।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে নরউইট সিটির বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে লিভারপুল।