১০০৯ রানের অবিশ্বাস্য ইনিংস!

একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে প্রণব ধানাওয়াড়ে। আগের দিন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৬ ভান্ডারি ট্রফি আন্তস্কুল প্রতিযোগিতায় ১৯৯ বলে ৬৫২ রানে অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়েছিল। যেকোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তবে ইতিহাস গড়েও রানক্ষুধা মেটেনি প্রণবের। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে আরো বিস্ময় উপহার দিয়েছে মুম্বাইয়ের এই ১৫ বছর বয়সী কিশোর। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছে হাজার রান।
টাইমস অব ইন্ডিয়ার খবর, আর্য গুরুকুল স্কুলের বিপক্ষে ৩২৩ বলে ১,০০৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিল কেসি গান্ধী স্কুলের প্রণব। প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করা অবিস্মরণীয় ইনিংসটি সাজানো ৫৯টি ছক্কা ও ১২৯টি চারে। স্ট্রাইক রেট অবিশ্বাস্য—৩১২.৩৮! প্রণব ইতিহাস গড়ার পরই ১৪৬৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে কেসি গান্ধী স্কুল। প্রথম ইনিংসে আর্য গুরুকুল মাত্র ৩১ রান করায় প্রণবের স্কুলের লিড ১৪৩৪ রান!
মুম্বাইয়ের একটি দরিদ্র পরিবারের সন্তান প্রণব। অটোরিকশাচালক বাবার পক্ষে তার ক্রিকেট খেলার সরঞ্জাম জোগাড় করা ভীষণ কঠিন। অতিরিক্ত পরিশ্রম করে ছেলের জন্য ব্যাট-প্যাড কিনে দিয়েছিলেন তিনি। বাবার পরিশ্রম বৃথা যেতে দেয়নি প্রণব। অবিশ্বাস্য ব্যাটিং করে নাম লিখিয়েছে ক্রিকেট ইতিহাসের পাতায়। তার পুরস্কার পেতেও দেরি হয়নি। প্রণবের সব ধরনের ক্রিকেট প্রশিক্ষণ ও পড়াশোনার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের সরকার।
৬২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত প্রণব সংগ্রহ করেছিল ৯২১ রান। দ্বিতীয় সেশনে কিছুক্ষণ ব্যাটিং করেই ছুঁয়ে ফেলেছে এক হাজার রানের মাইলফলক। যেকোনো ধরনের ক্রিকেটে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। প্রণবের আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের আর্থার কলিন্সের দখলে। ১৮৯৯ সালে একটি স্কুল ম্যাচে ৬২৮ রান করে অপরাজিত থাকার সময় আর্থারের বয়স ছিল ১৩ বছর।