বাংলাদেশের মেয়েদের 'নেপাল জয়'

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আট মাস আগে, গত ২৬ এপ্রিল। কিন্তু আগের দিনই নেপালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের কারণে সেটা স্থগিত করা হয়। তবে শিরোপা জয়ের অদম্য ইচ্ছা নিয়ে অনুশীলন চালিয়েই গেছে বাংলাদেশের মেয়েরা। আর তার সুফলও পেয়েছে দারুণভাবে। ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে জিতে নিয়েছে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা।
ময়মনসিংহ জেলার কলসিন্দুর গ্রামের ১০ জন মেয়েকে নিয়ে সাজানো হয়েছিল বাংলাদেশ দল। ফাইনালে জয়সূচক গোলটিও করেছেন কলসিন্দুরের মর্জিয়া। ম্যাচের ১৬ মিনিটে করা এই গোলের সুবাদেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশ।
এএফসির বয়সভিত্তিক এই আঞ্চলিক প্রতিযোগিতার শুরু থেকেই বাংলাদেশ খেলেছিল দাপুটে ফুটবল। গ্রুপ পর্বে ভুটানকে ১৬-০ গোলের ব্যবধানে হারানোর পর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে উঠে গিয়েছিল সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে ইরানের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। ফাইনাল হওয়ার কথা ছিল চলতি বছরের ২৬ এপ্রিল। কিন্তু ২৫ এপ্রিল প্রলয়ঙ্করী ভূমিকম্পে নেপাল ভয়াবহ ক্ষতির শিকার হলে তা বাতিল হয়ে যায়। বিশেষ বিমানে করে দেশে ফিরে আসে বাংলাদেশের মেয়েরা।
তবে আট মাস পর অনুষ্ঠিত হলেও ফাইনালে দারুণ নৈপুণ্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো জিতে নিয়েছে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা।