কোচ বদলে জয়ের ধারায় চেলসি

চেলসির দুর্দশার মূলে কি তাহলে জোসে মরিনিয়োই ছিলেন? সাম্প্রতিক ঘটনাবলির বিচারে এ প্রশ্ন উঠছে বেশ জোরেশোরেই। একের পর এক হার ও অবনমনের আশঙ্কার মুখে পড়ার পর বরখাস্ত করা হয়েছে ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ মরিনিয়োকে। পর্তুগিজ এই কোচের বিদায়ের দুদিন পর মাঠে নেমেই জয় তুলে নিয়েছে চেলসি। সান্ডারল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।
এবারের মৌসুমের খেলা দেখে মেনে নেওয়া সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছিল যে, চেলসি ছিল গত মৌসুমের শিরোপাজয়ী দল। ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ছিল পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। একের পর এক হারের পর তীব্র সমালোচনার মুখে গত শুক্রবার কোচের পদ থেকে অব্যাহতিই দেওয়া হয়েছে মরিনিয়োকে। নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ডাচ কোচ গুস হিডিঙ্কের নাম। ২০০৯ সালেও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল হিডিঙ্ককে। সেবারও দুর্দশা সামলে দলকে সাফল্যের ধারায় নিয়ে গিয়েছিলেন এই ডাচ কোচ। চেলসি সেবার গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত। জিতেছিল এফএ কাপ শিরোপা। এবারও ভয়াবহ দুর্দশা কাটিয়ে ওঠার চেষ্টায় সেই হিডিঙ্কের ওপরই ভরসা করছে চেলসি।
মাঝপর্যায়ে কোচের দায়িত্ব নেওয়ার পর শুরুটাও দারুণভাবে করেছেন হিডিঙ্ক। সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার ১৫তম অবস্থানে উঠে এসেছে চেলসি। ঘুরে দাঁড়ানোর জয়ে চেলসির পক্ষে গোল তিনটি করেছেন ব্রানিস্লাভ ইভানোভিচ, পেদ্রো ও অস্কার।
হিডিঙ্কের সাম্প্রতিক সময় অবশ্য খুব ভালো কাটেনি। নেদারল্যান্ডসের কোচ হিসেবে চরমভাবে ব্যর্থ হয়েছেন তিনি। নেদারল্যান্ডস পেরোতে পারেনি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব।