লেভারকুসেনে আটকে গেল বার্সেলোনা

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করার পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করেছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কাতালানরা।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা বার্সার জন্য ছিল সৌজন্য রক্ষার। কোচ লুইস এনরিকেও তাই বিশ্রাম দিয়েছিলেন দলের বেশির ভাগ তারকা খেলোয়াড়কে। অধিনায়ক লিওনেল মেসি, জরডি আলবা, ইভান রাকিতিচ ছাড়া আর কেউই ছিলেন না নিয়মিত প্রথম একাদশের। নিজেদের মাঠে জয়ের জন্য মরিয়া হয়েই খেলেছে লেভারকুসেন। তবে বার্সেলোনাকে রুখে দিতে পারলেও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি জার্মানির এই ক্লাব। ‘ই’ গ্রুপের ছয় ম্যাচ শেষে লেভারকুসেন ও রোমার পয়েন্ট সংখ্যা সমান (৬)। কিন্তু গোলগড়ে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে রোমা।
২০ মিনিটের মাথায় বার্সা এগিয়ে গিয়েছিল মেসির গোলে। তবে সমতা ফেরাতেও খুব বেশি সময় নেয়নি লেভারকুসেন। ২৩ মিনিটে ম্যাচের সমতাসূচক গোলটি করেন জাভিয়ের হার্নান্দেজ। এরপর আরো বেশ কয়েকবার বার্সেলোনার রক্ষণভাগে জোরালো আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি লেভারকুসেন। ম্যাচ শেষে প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন লেভারকুসেনের কোচ রজার স্মিট, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে আমরা ম্যাচটা জিততে পারিনি। আমি খুবই হতাশ। আমাদের অনেক সুযোগ ছিল। কিন্তু আমরা সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি।’