দাপুটে জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শুরুতেই হোঁচট খেয়েছিল বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল স্পেনের তৃতীয় বিভাগের দল ভিলানোভেনসের বিপক্ষে। তবে দ্বিতীয় লেগের ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি কাতালানরা। নিজেদের মাঠে ভিলানোভেনসকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলের ব্যবধানে। নিশ্চিত করেছে শেষ ষোলোর লড়াই।
কোপা দেল রের এই ম্যাচের জন্য দ্বিতীয় সারির একটা দল মাঠে নামিয়েছিলেন কোচ লুইস এনরিকে। ছিলেন না মেসি, নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকেদের মতো তারকারা। তবে তাঁদের ছাড়াও বার্সা মেতে উঠেছিল গোলোৎসবে। দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক করেছেন বার্সার তরুণ ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ। জোড়া গোল করেছেন মুনির আল হাদ্দাদি। একটি গোল এসেছে দানি আলভেজের কল্যাণে।
ন্যু ক্যাম্পে চার মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছেন আলভেজ। ২১ ও ৩১ মিনিটে দুটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রামিরেজ। দ্বিতীয়ার্ধে আরো গোলের জন্য মরিয়া হয়ে মাঠে নামে বার্সা। ৫১ মিনিটে ভিলানোভেনসের জালে বল জড়ান হাদ্দাদি। ৭৬ মিনিটে ম্যাচের শেষ গোলটিও করেছেন প্রতিভাবান এই ফুটবলার। আর মাঝে, ৬৯ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন রামিরেজ।
পুরো ম্যাচের বেশির ভাগ সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। মাত্র তিন-চারবার বার্সার গোলবারের কাছাকাছি আসতে পেরেছেন ভিলানোভেনসের খেলোয়াড়রা। এর মধ্যে অবশ্য একটি গোলও পেয়েছেন তাঁরা। ২৯ মিনিটে ভিলানোভেনসের পক্ষে একমাত্র গোলটি করেছেন হুয়ানফ্রান।