রোনালদোর জোড়া গোলে রিয়ালের নাটকীয় জয়

‘এ’ গ্রুপ থেকে নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। ফলে বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচটা ছিল শুধু সৌজন্য রক্ষার। তবে লা লিগায় টানা দুটি ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিল রিয়াল। সেই প্রচেষ্টায় সফলও হয়েছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে ৪-৩ গোলের নাটকীয় জয় পেয়েছে ইউরোপের সবচেয়ে সফল এই ক্লাব।
১৮ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। রিয়াল প্রথমার্ধ শেষ করেছিল ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে যেন গোলের জন্য আরো মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন রিয়ালের ফুটবলাররা। ৫০ ও ৫২ মিনিটে আরো দুটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন লুকা মদ্রিচ ও দানিয়েল কারভাহাল। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। তবে এর পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় দোনেৎস্ক। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন অ্যালেক্স তেইক্সেইরা। ৮৩ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান আরো কমিয়ে আনেন ডেনটিনহো। ৮৮ মিনিটে নাটকীয়ভাবে আরো একটি গোল করে বসেন তেইক্সেইরা। রিয়াল সমর্থকদের মধ্যে হয়তো এ সময় ড্রয়ের আশঙ্কাও ভর করেছিল। তবে খেলার বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি শাখতার দোনেৎস্ক। ৪-৩ গোলের নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
‘এ’ গ্রুপের অপর ম্যাচে সুইডেনের মালমোর বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় দিয়ে নকআউট পর্বের টিকেট কেটে ফেলেছে ফরাসি লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইন। ‘সি’ গ্রুপ থেকেও পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে গেছে বেনফিকা ও আতলেতিকো মাদ্রিদের। ‘ডি’ গ্রুপের ‘মৃত্যুকূপ’ থেকে নকআউট পর্বের টিকেট পেয়েছে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘বি’ গ্রুপে। ৯, ৮ ও ৭ পয়েন্ট নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভল্ফসবুর্গ, ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসভি আইন্ডহোভেন। বুধবারের মুখোমুখি লড়াইয়ে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ ও আইন্ডহোভেন।