অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে একবারও জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। একটি হার ও দুটি ড্রয়ের পর চলে গিয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে। তবে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের ঘাম-ঝরানো জয় দিয়ে আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে দুবারের বিশ্বকাপজয়ীরা।
দলের সেরা তিন তারকা লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো ও কার্লোস তেভেজ ইনজুরির কবলে পড়ায় বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে অবশ্য ভালো নৈপুণ্যই দেখিয়েছিলেন দি মারিয়া, হিগুয়েইন, লাভেজ্জিরা। কিন্তু নিজেদের মাঠে সেই ম্যাচটা ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় আর্জেন্টিনাকে। কলম্বিয়ার মাঠে খেলতে গিয়ে অবশ্য আর জয়বঞ্চিত হতে হয়নি আকাশি-সাদাকে। ২০ মিনিটের মাথায় দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন লুকাস বিগলিয়া।
কলম্বিয়ার বিপক্ষে এই জয় দিয়ে পয়েন্ট তালিকায় বেশ কিছুটা অগ্রগতি হয়েছে আর্জেন্টিনার। তবে কোনো ঝামেলা ছাড়াই বাছাইপর্বের বাধা পেরিয়ে যাওয়ার জন্য এখনো বেশ কষ্ট করতে হবে গতবারের রানার্সআপদের। ১০ দলের গ্রুপে প্রথম চার ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে আর্জেন্টিনা। এই গ্রুপের প্রথম চারটি দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকেট। পঞ্চম স্থানে থাকা দলকে প্লে-অফ খেলতে হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়নের সঙ্গে।
বিশ্বকাপ বাছাইপর্বের অপর ম্যাচে পেরুর বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান তৃতীয় স্থানে। আর চার ম্যাচের চারটিতেই জয় দিয়ে শীর্ষে আছে ইকুয়েডর।