চার গোলে হেরেও হতাশ নন লোপেজ

৪-০ গোলের হার নিঃসন্দেহে হতাশাজনক। এত বড় ব্যবধানে হেরে গেলে যেকোনো দলের কোচেরই হতাশ হওয়ার কথা। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ছিল বলেই বাংলাদেশ কোচ ফাবিও লোপেজ চার গোলে হেরেও অসন্তুষ্ট নন। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে এর চেয়ে ভালো পারফরম্যান্স আশা করা যায় না বলে মনে করেন তিনি।
গত সেপ্টেম্বরে পার্থে বিশ্বকাপ বাছাইপর্বের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঢাকায় তার চেয়ে এক গোল কম খাওয়াকে ‘উন্নতির লক্ষণ’ বলে মনে করছেন বাংলাদেশের ইতালীয় কোচ।
মঙ্গলবার খেলাশেষে সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, ‘চার গোলের হারকে অবশ্যই বড় ব্যবধানে হার বলতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা এশিয়ার চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলেছি। এই দলের সঙ্গে এর চেয়ে ভালো পারফরম্যান্স আশা করা যায় না। আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। কিছু দোষ-ত্রুটি বাদ দিলে তারা ভালোই খেলেছে।’
স্বাগতিকরা অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলেছে কি না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এভাবেই খেলতে হবে। এটাকে আমি রক্ষণাত্মক বলব না। এটা আমার পরিকল্পনার অংশ ছিল।’
তবে বাংলাদেশের ফুটবলারদের মানসিকভাবে আরো দৃঢ় হওয়া প্রয়োজন বলে মনে করেন লোপেজ, ‘শুধু শারীরিক সামর্থ্য আর খেলোয়াড়ি দক্ষতা থাকলেই হবে না। একজন খেলোয়াড়ের মানসিক শক্তি খুবই জরুরি। মানসিক দৃঢ়তা না থাকলে মাঠে ভালো পারফর্ম করা সম্ভব নয়। আমাদের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বেশ কম।’