‘এল ক্লাসিকো’র আগে অনুশীলনে মেসি

হাঁটুর চোটের কারণে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে মাঠের বাইরে লিওনেল মেসি। তাই বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি এই সময়ের অন্যতম সেরা এ ফুটবলার। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে মেসিকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন এই আর্জেন্টাইন তারকা।
আগামী ২১ নভেম্বর স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল-বার্সা লড়াইয়ের আকর্ষণ ইদানীং বহু গুণ বাড়িয়ে দিয়েছে মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথ। কিন্তু মেসির চোটের কারণে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে দুই ফুটবল-মহাতারকার লড়াইকে ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে।
অবশ্য লড়াইটা হতেও পারে। কারণ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার ঠিক পাঁচ দিন আগে অনুশীলন শুরু করেছেন মেসি। যদিও তাঁর মাঠে নামা এখনো নিশ্চিত নয়। ২১ নভেম্বরের ‘মহাযুদ্ধে’ মেসি খেলবেন কি না, সে ব্যাপারে বার্সেলোনাও কোনো মন্তব্য করেনি।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে আঘাত পেয়েছিলেন মেসি। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। অবশ্য চারবারের ফিফা বর্ষসেরার অভাব দলকে তেমন বুঝতে দিচ্ছেন না বার্সেলোনার দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও লুইস সুয়ারেজ। মেসিকে ছাড়াই টানা চার ম্যাচ জিতে বার্সা এখন স্প্যানিশ লা লিগার শীর্ষে।