জাতীয় দলের ক্যাম্পে শেখ জামালের হানা!

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু তার চব্বিশ ঘণ্টা আগে জাতীয় দলের ক্যাম্পে থাকা ১০ খেলোয়াড়কে নিয়ে গেছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। পরে অবশ্য ঘণ্টাখানেক পর খেলোয়াড়দের আবার ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
এই ১০ খেলোয়াড় শেখ জামালের সঙ্গে চুক্তিবদ্ধ। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। শেখ জামালের কয়েকজন কর্মকর্তা টিম হোটেলে এসে খেলোয়াড়দের নিয়ে যান গুলশানে ক্লাবের এক অনুষ্ঠানে। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেন খেলোয়াড়দের ক্যাম্প থেকে নিয়ে যাওয়া হয়েছে, তা জানেন না খোদ দলটির ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও।
অবশ্য এর সত্যতা স্বীকার করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘তারা খেলোয়াড়দের কেন নিয়ে গেছে তা আমরা জানি না। তবে তাদের অনুরোধ করেছিলাম এই সময়ে খেলোয়াড়দের ক্যাম্প থেকে যেন না নেওয়া হয়। কিন্তু তারা আমাদের কথা শুনেনি।’
এই বিষয়ে কথা বলতে নারাজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি শুনেছি ঘটনাটা। তবে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
অবশ্য অভিযোগ অস্বীকার করেন শেখ জামালের সভাপতি মনজুর কাদের। তিনি বলেন, ‘আমাদের ফুটবলাররা অনেকদিন দেশের বাইরে ছিল। দেশে ফেরায় তাদের সঙ্গে দুপুরের খাবার খেতে বাফুফের কাছে সময় চেয়েছিলাম। কিন্তু বাফুফে তাদের বিকেল ৩টার দিকে পাঠায়।’