‘ব্যোমকেশ বক্সি’ দেখে সৌরভের সপ্তমী শুরু

দুর্গাপূজায় মহাসপ্তমীর শুরুটা গোয়েন্দা সিনেমা দেখেই শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার বেহালার বাড়ি থেকে নীল রঙের পাঞ্জাবি পরে ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমা দেখার জন্য বের হন সৌরভ। মাঝপথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে থমকে দাঁড়াতে হয় তাঁকে। ‘পূজায় সাদা পাঞ্জাবি ছেড়ে নীল পাঞ্জাবি কেন?’ এমন প্রশ্নে সৌরভের সহজ-সরল জবাব, ‘ওই হলং, কোনো একটা পরলেই হলো।’
সিনেমার টিকিট পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও সপরিবারে ‘ব্যোমকেশ বক্সি’ দেখতে বেরিয়ে পড়েন সৌরভ। সপ্তমীর সকালে সিনেমা দেখতে যাওয়ার কারণ হিসেবে জানালেন, ‘বাড়ির বাচ্চারা দেখতে যাবে বলল। অগত্যা কী আর করা! আমার নিজের অবশ্য গোয়েন্দা সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ব্যোমকেশ বক্সি। সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্পও ভীষণ ভালো লাগে। সত্যজিত রায়ের গোয়েন্দা গল্পের কোনো তুলনা হয় না।’
পূজায় বিশেষ কোনো পরিকল্পনা নেই সৌরভের। ‘প্রিন্স অব কলকাতা’ জানালেন, ‘সারা বছর নানা কাজে প্রচণ্ড খাটনি যায়। এখন খাটনি আগের চেয়ে অনেক বেড়েও গেছে। তাই পূজার সময় বিশ্রাম নেওয়ার চেষ্টা করি।’ ভিড়ের মধ্যে ঠাকুর দেখা হয় না বলেও জানালেন ভারতের অন্যতম সফল অধিনায়ক, ‘পাড়ার মধ্যে কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে দু-একটা পূজায় যাই। তা ছাড়া আর কোথাও যাই না।’
এবারের দুর্গাপূজায় নবমী আর দশমী একই দিনে পড়ায় মন খারাপ কি না— এমন প্রশ্নে ‘বাংলার মহারাজে’র সোজাসাপ্টা উত্তর, ‘যা নিয়ম তা তো মানতেই হবে। এ নিয়ে মন খারাপ করে কী হবে!’ এবার কলকাতার বুকে তৈরি হওয়া ‘পৃথিবীর সব থেকে বড় দুর্গা’ দেখা বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে সৌরভ বলেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তাই এ নিয়ে মন্তব্য করাও ঠিক হবে না। তবে যা লিগ্যাল সেটাই করা উচিত।’ পূজার পরের পরিকল্পনা প্রসঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নতুন সভাপতি জানালেন, ‘সবাইকে নিয়ে বাংলার ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমাদের। অনেক আইডিয়া রয়েছে। সময়মতো সব বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।’
পূজায় ঢাক বাজানো তাঁর ভীষণ প্রিয়। তবে এবার বাজাবেন কি না তা নিয়ে কিছুটা যেন দ্বিধান্বিত ২০০০ সালে অধিনায়ক হয়ে ভারতীয় ক্রিকেটকে বদলে দেওয়া সৌরভ, ‘দেখা যাক, ঢাক বাজানো হয় কি না!’