ম্যাকাও ওপেনে সিদ্দিকুর ব্যর্থ

বেশ কিছু দিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের। ম্যাকাও ওপেন গলফের প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে থেকে ভালো কিছুর প্রত্যাশা জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থই বলতে হবে তাঁকে। যৌথভাবে ১৭তম হয়েছেন তিনি।
রোববার চতুর্থ রাউন্ডের খেলায় পারের চেয়ে এক শট কম খেলেছেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলে পারের চেয়ে ছয় শট কম খেললেও সাফল্য ধরা দেয়নি।
সব মিলিয়ে পারের চেয়ে ২০ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড।
২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেন ছিল সিদ্দিকুরের সর্বশেষ এশিয়ান ট্যুর শিরোপা। এরপর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেননি। ২০০৭ সালে নিজেকে পেশাদার গলফার হিসেবে ঘোষণার পর এশিয়ান ট্যুর জিততে তিন বছর সময় লেগেছিল তাঁর। ২০১০ সালে ব্রুনেই ওপেন জিতে বাংলাদেশকে উপহার দিয়েছিলেন এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা।
গত ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান ওপেনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল সিদ্দিকুরের। প্রথম রাউন্ড শেষে শীর্ষে ছিলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ছিলেন দ্বিতীয় স্থানে। কিন্তু শেষ রাউন্ডে ভালো করতে পারেননি। তাই সপ্তম স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশের প্রথম পেশাদার গলফারকে।