‘অপ্রতিরোধ্য’ নেইমারের প্রশংসায় বার্সা কোচ

নেইমারের নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকার চার গোলের সুবাদে রায়ো ভায়েকানোকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। বার্সা কোচ লুইস এনরিকে তাই নেইমারের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, নেইমার একেবারে ‘অপ্রতিরোধ্য’।
চোটের কারণে লিওনেল মেসি দলে নেই। তবে শনিবার রাতে দলকে সবচেয়ে বড় তারকার অনুপস্থিতি বুঝতেই দেননি নেইমার। দুটো সফল পেনাল্টিসহ চার গোল করেছেন নিজে। লুইস সুয়ারেজের করা বার্সার পঞ্চম আর শেষ গোলও তৈরি করে দিয়েছেন তিনি। নেইমারের এমন পারফরম্যান্সে এনরিকে মুগ্ধ, ‘মৌসুমের শুরু থেকেই নেইমার বিদ্যুৎগতিতে এগিয়ে চলেছে। সে খুবই কার্যকর এবং প্রায় অপ্রতিরোধ্য। সে সব কিছু ভেঙেচুরে, প্রচণ্ড গতিতে প্রতিপক্ষের বক্সের মধ্যে ঢুকে পড়ে। ডিফেন্ডারদের পক্ষে শুধু ফাউল করে, পেনাল্টি দিয়েই তাকে আটকানো সম্ভব। নইলে সে গোল করবেই।’
২০১৩ সালে যোগ দিলেও বার্সার জার্সি গায়ে এই প্রথম এক ম্যাচে চার গোল করলেন নেইমার। আট গোল নিয়ে তিনিই এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতা। ছয়টি করে গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা।
মেসির অনুপস্থিতিতে নেইমার-সুয়ারেজ জুটির সাফল্যে দারুণ খুশি এনরিকে। তবে ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স বার্সা কোচকে সন্তুষ্ট করতে পারছে না, ‘আমরা এই ম্যাচ থেকে তিন পয়েন্ট যে পেয়েছি সেটাই সবচেয়ে বড় কথা। প্রথমার্ধের পারফরম্যান্সে আমি খুব খুশি। তবে দ্বিতীয়ার্ধে বাজে খেলেছি। যদিও বিস্ময়করভাবে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আমরা বেশি গোল করেছি।’