ক্রিস্টিয়ানো রোনালদোর ‘লেগাসি’

ফুটবল মাঠে নতুন-নতুন কীর্তি গড়ে বহু মানুষের মন জয় করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার এবার হাজির হয়েছেন ‘লেগাসি’ বা উত্তরাধিকারের স্মারক নিয়ে। ফুটবল দিয়ে নয় অবশ্য, রিয়াল মাদ্রিদ তারকার এই ‘লেগাসি’ আসলে একটা সুগন্ধি।
বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ রোনালদোর জন্য নতুন কিছু নয়। নাইকি, ক্যাস্ট্রল, অল ক্লিয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। তবে এবার তিনি যে বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তা অন্য কোনো কোম্পানির নয়।। সুগন্ধিটি রোনালদোর নিজেরই। নিজের পণ্যের বিজ্ঞাপনের জন্য অন্য কারো দারস্থ হননি ফুটবলের মহাতারকা। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রটি রোনালদো পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও।
‘লেগাসি’ নিয়ে রোনালদো উচ্ছ্বসিত, ‘এই সুগন্ধির রেশ অনেকক্ষণ থেকে যাবে। সেজন্যই এতে আমার নাম আছে। কারণ আমি এমন একজন মানুষ যে সব সময় সব জায়গায় একটা ছাপ রেখে যায়।’ এই সুগন্ধি বের করতে পেরে ছোটবেলার একটা স্বপ্নপূরণ করতে পেরেছেন বলেও জানালেন তিনি, ‘আমি এটা অনেক দিন ধরে, বলতে গেলে ছোটবেলা থেকে করতে চেয়েছি। নিজের নামে একটা সুগন্ধি থাকা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা।’
‘লেগাসি’ বাজারে এনে অনেক দিনের স্বপ্নপূরণ করলেও ইদানীং নিজের আসল জায়গা ফুটবল মাঠে কিন্তু তেমন সাফল্য পাচ্ছেন না রোনালদো। গত সপ্তাহে জাতীয় দলের জার্সিতে দুটো ম্যাচ খেললেও গোল করতে পারেননি পর্তুগালের অধিনায়ক। এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচ খেলেও গোলের দেখা পাননি। নিজের সুগন্ধির প্রভাবে রোনালদো গোলের ধারায় ফিরতে পারেন কি না, সেটাই এখন দেখার। শনিবার লা লিগায় এসপানিওলের মুখোমুখি হবে রোনালদোর রিয়াল মাদ্রিদ।