অভিবাসীদের সাহায্যের আহ্বান ফুটবলাঙ্গনের

সিরিয়া, ইরাক, আফগানিস্তানের সহিংসতা লাখো মানুষকে ঘরছাড়া করেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে বিপৎসঙ্কুল পথ পাড়ি দিয়ে ইউরোপের পথে যাত্রা করছেন অনেকে। ছোট্ট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মারা যাচ্ছেন অনেকে। তিন বছরের নিষ্পাপ শিশু আইলানের প্রাণহীন নিথর দেহ তুরস্কের সৈকতে পড়ে থাকার ছবি নাড়া দিয়েছে কোটি-কোটি মানুষকে। বিপন্ন এসব মানুষের পাশে ভালোবাসা নিয়েই দাঁড়াচ্ছে ইউরোপের ফুটবলাঙ্গন। ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ডসহ জার্মানির বেশ কয়েকটি ক্লাব, পর্তুগালের অন্যতম সেরা ক্লাব পোর্তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিপন্ন মানুষগুলোর প্রতি।
জার্মান বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা অভিবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন সবার প্রতি। ক্লাবটির পক্ষ থেকে অভিবাসীদের জন্য ১১ লাখ মার্কিন ডলার অর্থসাহায্য দেওয়ার ঘোষণা এসেছে। বায়ার্ন মিউনিখের সমপরিমাণ অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদও। স্পেনের সফলতম ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সেবার মহান ব্রত থেকে আমাদের ক্লাব সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ ও মৃত্যুভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসা পুরুষ-নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর। বিশেষ করে তরুণ অভিবাসীদের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা বিবেচনা করছে রিয়াল মাদ্রিদ।’ গত শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোইয়ের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও বিপন্ন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। টুইটারে গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিখেছেন, ‘ইউরোপের অভিবাসী সমস্যা নিয়ে প্রতিটি জাতীয় দলই একমত। আমরা এই অসহায় মানুষগুলোর পাশেই আছি।’
অর্থসাহায্য ছাড়াও অভিবাসী শিশুদের মধ্যে খাবার বিতরণ ও তাদের ভাষাশিক্ষার উদ্যোগ নিতে যাচ্ছে জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। জার্মান লিগে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডও অভিবাসীদের পক্ষে থাকার আহ্বান জানিয়েছে রাজনীতিবিদদের প্রতি। ইউরোপা লিগের একটি ম্যাচ দেখার জন্য ২০০ জন অভিবাসীকে বিনামূল্যে টিকেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডর্টমুন্ড। বুন্ডেসলিগার অন্য দুই ক্লাব ভল্ফসবুর্গ ও বায়ার লেভারকুজেন তাদের খেলোয়াড়দের সঙ্গে ‘মাসকট’ হিসেবে মাঠে প্রবেশ করার আমন্ত্রণ জানিয়েছে অভিবাসীদের।
পোর্তো চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাওয়া ৩২টি দলের প্রতি অভিবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। পর্তুগিজ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব পাঠানো হয়েছে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির কাছে। চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই দিনে সব ম্যাচের যত টিকেট বিক্রি হবে, সেখান থেকে টিকেট প্রতি এক ইউরো অভিবাসীদের জন্য বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে পোর্তো। অন্যরা এই আহ্বানে সাড়া দেবে কি না তা এখনো নিশ্চিত করে বলা না গেলেও পোর্তো যে উদ্যোগটা নিতে যাচ্ছে তা জানিয়ে দিয়েছে। ২৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে চেলসির মুখোমুখি হবে পোর্তো।
স্কটল্যান্ডের অন্যতম সেরা ক্লাব সেল্টিকও এই সপ্তাহের একটা প্রীতি ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ অভিবাসীদের পুনর্বাসনের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘের সূত্র অনুযায়ী, এ বছরের শুরু থেকে তিন লাখেরও বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেছে। বিপৎসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে মারা গেছে দুই হাজার ছয়শরও বেশি মানুষ।