জুভেন্টাসের দুর্দশা চলছেই

ইতালিয়ান সেরি-আর প্রথম ম্যাচেই উদিনেসের কাছে হার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরেকটি হারের লজ্জায় নীল জুভেন্টাস। সেরি-আর গত চারবারের চ্যাম্পিয়নরা এবার হার মেনেছে রোমার বিপক্ষে। দুটি লালকার্ড দেখার লজ্জা নিয়ে জুভেন্টাস ম্যাচটা হেরে গেছে ২-১ গোলে।
রোববার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে প্রথমে গোল করেছিল রোমা। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। এর পাঁচ মিনিট পর বেঞ্চে বসেই তর্কে জড়িয়ে লালকার্ড দেখেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান গোলরক্ষক রুবিনিয়ো। ৭৮ মিনিটে অবশ্য মাঠের বাইরে নয়, ভেতর থেকেই বেরিয়ে যেতে হয় জুভেন্টাসের প্যাত্রিস এভ্রাকে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইতালিয়ান চ্যাম্পিয়নদের ১০ জনের দলে পরিণত করেন এই ফরাসি ডিফেন্ডার। ৭৯ মিনিটে রোমাকে ২-০ গোলে এগিয়ে দেন বসনিয়ান স্ট্রাইকার এদিন জেকো। ৮৭ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দাইবলা ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি জুভেন্টাস।
টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় নিচের দিকে নেমে গেছে জুভেন্টাস। ২০ দলের মধ্যে তাদের অবস্থান ১৭তম। চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রোমা।
জুভেন্টাস আবার হেরে গেলেও ইউরোপীয় ক্লাব ফুটবলের তিন বড় দল আতলেতিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) সহজেই জিতেছে। স্প্যানিশ লা লিগায় আতলেতিকো ৩-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। ফরাসি লিগে মোনাকোর বিপক্ষে একই ব্যবধানের জয় পেয়েছে পিএসজি। আর জার্মান বুন্ডেসলিগায় ডর্টমুন্ড ৩-১ গোলে হারিয়েছে হার্থা বার্লিনকে।