কাম্বলির বিরুদ্ধে পরিচারিকা নির্যাতনের অভিযোগ

ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি ও তাঁর স্ত্রী অ্যান্ড্রিয়ার বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের বান্দ্রা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৫০৪, ৫০৬, ৩৪, ৩৪ পিসি এবং ৩৪২ ধারায় মামলা করেছে বান্দ্রা থানার পুলিশ।
কাম্বলি ও তাঁর স্ত্রী অ্যান্ড্রিয়ার বিরুদ্ধে অভিযোগ, কয়েকদিন আগে গৃহপরিচারিকা সনি বেতন চাইতে গেলে কাম্বলি দম্পতি তাঁকে মারধর করেন। এমনকি কাম্বলি দম্পতির বিরুদ্ধে তিনদিন একটি ঘরে আটকে রাখার অভিযোগও করেন সনি। ওই পরিচারিকা জানিয়েছেন, অভাবের তাড়নায় দুই বছর ধরে কাম্বলির বাড়িতে কাজ করছেন তিনি। তাঁর সঙ্গে অযথা দুর্ব্যবহার করতেন কাম্বলি ও অ্যান্ড্রিয়া। দুজনের কটূক্তিও সহ্য করতে হতো সনিকে।
জানা গেছে, অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত কাম্বলি দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়নি। তবে বান্দ্রা থানার পুলিশ সূত্র জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের ছোটবেলার বন্ধু ছিলেন বিনোদ কাম্বলি। তবে টেন্ডুলকার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও কাম্বলির ক্যারিয়ার সেভাবে বিকশিত হয়নি। ১৭ টেস্টে ১০৮৪ রান এবং ১০৪টি ওয়ানডেতে ২৪৭৭ রানই এই বাঁহাতি ব্যাটসম্যানের ক্রিকেট-জীবনের সম্বল।