বাংলাদেশের টাইব্রেকারে হারের হতাশা

সিলেটে কয়েকদিন আগে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সেই টাইব্রেকারই হৃদয় ভেঙে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের। নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে টাইব্রেকারের সাডেনডেথে ৪-৩ গোলে হেরে গেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ললিতপুর আনফা একাডেমি মাঠে নির্ধারিত ৯০ মিনিট কোনো দল গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের খেলা হয়নি। তাই ফলাফলের জন্য দুই দলকে দাঁড়াতে হয় টাইব্রেকারের ‘লটারি’র সামনে। টাইব্রেকারে প্রথম পাঁচটি করে শট শেষে ৩-৩ গোলে ড্র ছিল। পরে ভারত সাডেনডেথে জিতে ফাইনালে উঠে যায়।
টাইব্রেকারে বাংলাদেশের পক্ষে মাশুক মিয়া জনি, রোহিত সরকার ও মান্নাফ রাব্বি গোল করলেও ব্যর্থ হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, ইমন ও রহমত।
আগামী শনিবার অনুষ্ঠেয় ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। অন্য সেমিফাইনালে প্রতিযোগিতার স্বাগতিকরা ৩-২ গোলে আফগানিস্তানকে হারিয়েছে।
বাংলাদেশ ‘এ’ গ্রুপ রানার্সআপ হিসেবে প্রতিযোগিতার শেষ চারে উঠেছিল। প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। পরের ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে হেরে যায় নেপালের কাছে।