বিলবাওয়ে বিধ্বস্ত বার্সেলোনা

২০০৯ সালের মতো এক বছরে সর্বোচ্চ ছয়টি শিরোপা জয়ের অনন্য রেকর্ডের পুনরাবৃত্তি ঘটানোর হাতছানি ছিল বার্সেলোনার সামনে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে ট্রেবল জয়ের পর নতুন মৌসুমের প্রথম শিরোপাও উঠেছিল বার্সার ট্রফি কেসে। সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে কাতালানরা জিতেছিল ইউরোপিয়ান সুপার কাপ। কিন্তু স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয়ের লড়াইয়ে বেশ বড়সড়ো হোঁচট খেল লুইস এনরিকের শিষ্যরা। প্রথম লেগের খেলায় ৪-০ গোলে হেরে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বার্সা।
বিলবাওয়ের সান মেমে স্টেডিয়ামে ম্যাচের প্রায় পুরোটা সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠানোর খেলায় বিলবাওয়ের কাছে পাত্তাই পায়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে প্রথম লেগের খেলায় ১৩ মিনিটের মাথায় বিলবাওকে এগিয়ে দিয়েছিলেন মিকেল সান হোসে। দ্বিতীয়ার্ধে বার্সা সমর্থকদের হতাশায় ডুবিযেছেন আরিটজ অদ্রিজ। ৫৩, ৬২ ও ৬৮ মিনিটে তিনটি গোল করে বার্সেলোনার শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে করে দিয়েছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। শেষ গোলটি এসেছে পেনাল্টি থেকে। ৫০ মিনিটে পেদ্রোর একটি শট ফিরে এসেছিল গোলপোস্টে লেগে।
১৭ আগস্ট নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা। ৪-০ গোলে পিছিয়ে পড়েও মেসিরা ঘুরে দাঁড়াতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।