ডি মারিয়ার নতুন ঠিকানা পিএসজি

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু এক মৌসুম পরই ঠিকানা বদলাচ্ছেন আর্জেন্টাইন তারকা। ইংল্যান্ড ছেড়ে এবার পাড়ি জমাচ্ছেন ফ্রান্সে। যোগ দিচ্ছেন ফরাসি লিগের সেরা ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে, যা ফুটবল-দুনিয়ায় পিএসজি নামে পরিচিত।
২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে সফল সময় কাটিয়েছেন ডি মারিয়া। ছিলেন রিয়ালের আক্রমণভাগের বাঁ দিকের সেনানী। স্পেনের সফলতম ক্লাবের হয়ে জিতেছেন একটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
গত বছরের আগস্টে পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ম্যানইউতে যোগ দেন ডি মারিয়া। ট্রান্সফার ফির অঙ্ক ছিল পাঁচ কোটি ৯৭ লাখ পাউন্ড, যা যুক্তরাজ্যের সর্বোচ্চ এবং সব মিলিয়ে পঞ্চম সর্বোচ্চ। কিন্তু অনেক হাঁক-ডাক দিয়ে যোগ দিলেও ‘রেড ডেভিল’দের জার্সি গায়ে তেমন জ্বলে উঠতে পারেননি। গত মৌসুমে ৩২টি ম্যাচ খেললেও গোল করেছিলেন মাত্র চারটি। ম্যানইউ প্রিমিয়ার লিগ শেষ করেছিল চতুর্থ অবস্থানে থেকে।
বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র এক মৌসুম থাকার জন্য ডি মারিয়ার মনে কোনো আফসোস নেই। বরং ফ্রান্সের সেরা ক্লাবে যোগ দিতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এমন একটা দলে যাচ্ছি, যারা গত মৌসুমে ফ্রান্সে সম্ভাব্য সব শিরোপাই জিতেছে।’
পিএসজিতে যোগ দেওয়ার প্রায় সব আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন ডি মারিয়া। কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এরই মধ্যে। পিএসজিতে তাঁর সঙ্গে থাকবেন আর্জেন্টাইন সতীর্থ এজেকিল লাভেজ্জি ও হাভিয়ের পাস্তোরে। আর আক্রমণভাগে তিনি জুটি বাঁধবেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে।