আবার শেখ জামালের শিরোপা-উৎসব

দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ৩-২ গোলে হারানোয় ঘরোয়া ফুটবলের সেরা আসরের টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে তারা।
urgentPhoto
২০১০ সালে পেশাদার লিগের প্রথম শিরোপা জিতে নেওয়া শেখ জামালের ১৮ ম্যাচ থেকে সংগ্রহ ৪৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। ১৬ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট সংগ্রহ করা শেখ রাসেল ক্রীড়া চক্রের অবস্থান তৃতীয়। বাকি চার ম্যাচ জিতলে তাদের সংগ্রহ হবে ৪৪ পয়েন্ট। আর মোহামেডান বাকি দুই ম্যাচ জিতলে পৌঁছাতে পারবে ৪০ পয়েন্টে। তাই শেখ জামাল নিশ্চিন্ত।
বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিল শেখ জামাল। ২১ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের লক্ষ্যভেদ এগিয়ে দেয় তাদের।
তবে পাঁচ মিনিট পরই সমতা নিয়ে আসে মোহামেডান। গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার পাস থেকে বল জালে জড়িয়ে দেন জাতীয় দলের তরুণ স্ট্রাইকার জুয়েল রানা (১-১)।
বিরতির ঠিক আগে এগিয়েও যায় মোহামেডান। ডিফেন্ডার অরূপ বৈদ্যের ক্রসে চমৎকার হেডে গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বাঙ্গুরা।
কিন্তু বিরতির পর ঐতিহ্যবাহী দলটিকে খুঁজে পাওয়া যায়নি। বরং ৫৫ মিনিটে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের গোলে সমতা ফিরিয়ে আনে শেখ জামাল।
৭৫ মিনিটে উগান্ডার মিডফিল্ডার র্যান্ডিং ডার্বোর দারুণ ফ্রি-কিক আবার এগিয়ে দেয় শেখ জামালকে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধান ধরে রেখে পেশাদার লিগে তৃতীয় শিরোপা-উৎসবে মেতে ওঠে ধানমণ্ডির ক্লাবটি।