সেই দুধওয়ালার ছেলে এবার গড়ল ইতিহাস

দুই সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মাধ্যমে ইতিহাস গড়ল ভারতের ১০ বছর বয়সী গলফার শুভম জগলান। ভারতের হরিয়ানা রাজ্যের এক দরিদ্র দুধওয়ালার ছেলে শুভম গত বুধবার লাসভেগাসে আন্তর্জাতিক জুনিয়র গলফ একাডেমি ওয়ার্ল্ড স্টার প্রতিযোগিতায় জয়ী হয়। মাত্র এক সপ্তাহ অগেই সে জয়ী হয় জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপে।
বুধবার লাসভেগাসের অ্যাঞ্জেল পার্কের ৯-১০ বছর বয়সীদের গলফ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের তিন গলফারকে হারিয়েছে শুভম জগলান। তিনটি রাউন্ডে ১০৬ পয়েন্ট অর্জন করেছে সে। এর মাত্র এক সপ্তাহ আগে শুভম ক্যালিফোর্নিয়ার ওয়েল্ট রিসোর্ট ফাউন্টেন কোর্সে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড গলফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়।
জগলানের বাবা হরিয়ানা রাজ্যের একটি গ্রামের দরিদ্র দুধওয়ালা। এমন পরিবারের ছেলের বিলাসবহুল গলফ খেলার কথা কল্পনা করাও দুষ্কর। কিন্তু জগলানের ইচ্ছা-আগ্রহের কাছে কোনো কিছুই বাধ মানেনি। বাড়ির পাশে একটা পতিত জমিতে দিনের পর দিন চলেছে জগলানের গলফ অনুশীলন। ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখেছেন পেশাদার গলফারদের নানা কলাকৌশল।
প্রায় তিন বছর আগে ভারতের সাবেক শীর্ষ গলফার ননিতা লাল কুরেইশির চোখে পড়ে যান শুভম জগলান। গলফ ফাউন্ডেশনের জন্য প্রতিভার সন্ধান করার সময় জগলানকে তুলে আনেন কুরেইশি। এভাবে নিজেকে প্রস্তুত করে মঙ্গলবার সান ডিয়েগোতে অনুষ্ঠিত ৯-১০ বছর বয়সী গলফারদের বিশ্ব প্রতিযোগিতায় শিরোপা জিতে নিয়েছে জগলান। আর ননিতা লালের প্রশিক্ষণে গত তিন বছরে ১০০টিরও বেশি প্রতিযোগিতার শিরোপা জিতেছে শুভম।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে শুভম বলে, ‘আমার খুবই ভালো লাগছে। সব বন্ধুই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে।’
‘সত্যি বলতে আমি কঠোর পরিশ্রম করেছি। এখানে আমার জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই,’ যোগ করে শুভম।