ফিফা সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত ২০ জুলাই

সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফিফার পরবর্তী সভাপতির দায়িত্ব কে নেবেন, সে বিষয়ে আগামী ২০ জুলাই সিদ্ধান্ত নেওয়া হবে।
এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘২০ জুলাই জুরিখে ফিফার নির্বাহী কমিটির বিশেষ সভায় পরবর্তী সভাপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।’
নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ফিফার পক্ষ থেকে।
১৯৯৮ সাল থেকে ব্ল্যাটার ফিফার সর্বোচ্চ পদে আসীন। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে টানা পঞ্চমবারের মতো সভাপতি হয়েছিলেন তিনি। কিন্তু ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিফার সাতজন উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর তুমুল সমালোচনার মুখে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্ল্যাটার।