ফুটবল সংগঠক সিরাজুল ইসলামের জীবনাবসান

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম বাচ্চু আর নেই। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিরাজুল ইসলামের বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন তিনি।
রোববার রাতে বাফুফে ভবন মাঠে জানাজা শেষে সিরাজুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হবে যশোরে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হবে।
ওয়ারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম। দীর্ঘদিন বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত।
সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।