প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার

প্রথমে এগিয়ে থেকেও জিততে পারল না বাংলাদেশ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে মামুনুল-এমিলিরা।
বিশ্বকাপের বাছাই পর্বের আগে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ হারলেও দারুণ খেলেছে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। সে ধারাবাহিকতায় বেশ কয়েকটি সুযোগও পায়, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
ম্যাচের চতুর্থ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীর গোলে। মিডফিল্ডার মামুনুল ইসলামের চমৎকার ফ্রি কিকে নাসির মাথা ছোঁয়ালেই বল ঠিকানা খুঁজে পায় সিঙ্গাপুরের জালে।
২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত বাংলাদেশ। মামুনুলের কর্নারে ফরোয়ার্ড এনামুল হোসেনের আলতো টোকা সিঙ্গাপুর গোলরক্ষক রুখে দিলে দারুণ একটি সুযোগ হাতছাড়া হয় মামুনুলদের।
অবশ্য এর ছয় মিনিট পর গোলটি সমতা নিয়ে আসে সিঙ্গাপুর। ফরোয়ার্ড হামিদ নাওয়াজ গোলটি করেন বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে।
বিরতির পর ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। মামুনুলের কর্নারে ডিফেন্ডার ইয়াসিন খানের চমৎকার হেড সাইডবার ঘেঁষে বাইরে না গেলে গোল হতেও পারত।
৬৩ মিনিটে আরো একটি সহজ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। এনামুলের ব্যাকপাসে মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস এক ডিফেন্ডারকে কাটিয়ে প্লেসিং শট খেললে সিঙ্গাপুর গোলরক্ষক কোনোমতে বিপদমুক্ত করলে মামুনুলদের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
উপরন্তু ১০ মিনিট পর খেলার ধারার বিপরীতে আরেকটি গোল খেয়ে বসে বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে এম কে এ কামাল চমৎকার শটে লক্ষ্য ভেদ করলে বাংলাদেশ শিবিরে হতাশা নেমে আসে।
হারলেও ফিফা র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে দারুণ খেলেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬২তম। আর বাংলাদেশ আছে ১৬৯ স্থানে।
বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি আফগানিস্তানের। ২ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে ম্যাচটি। আর বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম দুটি ম্যাচ হবে ১১ ও ১৬ জুন কিরগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে।