ভারত সফরের ওয়েস্ট ইন্ডিজ দলে চমক

আর কদিন বাদে ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেশটির টিম ম্যানেজমেন্ট। এ সিরিজের দলে জায়গা পাননি চোটে আক্রান্ত আন্দ্রে রাসেল।
কিছুদিন আগেই চোটে আক্রান্ত হয়েছিলেন রাসেল। সেই চোট এখনো সারেনি। রাসেলের পাশাপাশি বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোকেও। অবসর থেকে ফিরে এসে জাতীয় দলের জার্সিতে খেলছিলেন ব্র্যাভো। তবে চোট সারিয়ে ফ্যাবিয়েন অ্যালেন ফিরে আসার পরে ব্র্যাভোকে বাদ দিয়ে তাঁকেই নেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স এ ব্যাপারে বলেন, ‘দুই ফরম্যাটেই তিনটি করে ম্যাচে ভারতের মুখোমুখি হতে হবে আমাদের। তাই আলাদা দুটি দল ভারতের বিরুদ্ধে খেলার সুযোগ দেওয়া হচ্ছে। আফগানিস্তানকে কোনো অশ্রদ্ধা না করেই বলছি, ভারতকে মোকাবিলা করা একটু বেশিই কঠিন।’
ভারতে খেলতে যাচ্ছেন না অভিজ্ঞ ক্রিকেটার ক্রিস গেইলও। তিনি নিজেই জানিয়েছেন না খেলার কথা। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকরা জানিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ দলকে খেলানো হচ্ছে। সে কারণেই স্কোয়াডে নেওয়া হয়েছে প্রতিভাবান ব্রেন্ডন কিং ও হেডন ওয়ালশকে।
দলটির কোচ সিমন্স এ ব্যাপারে বলেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। তার পরের বছরেই আবার ভারতে। তাই অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে প্রস্তুতি সারতে হবে। এই সিরিজে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। আরো অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা এই স্কোয়াডে আসতে পারেন।’
টি-টোয়েন্টি দল : ফ্যাবিয়েন অ্যালেন, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, হেডন ওয়ালশ জুনিয়র, এভিন লিউইস, কিমো পল, খারি পিরে, কিয়েরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।
ওয়ানডে দল : সুনীল অ্যামব্রিস, রস্টন চেজ, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খারি পিরে, কিয়েরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও হেডন ওয়ালশ জুনিয়র।