প্রয়াত ক্রিকেটার রুবেলের বাসায় উত্তরের মেয়র, পরিবারের পাশে থাকার আশ্বাস

এই কদিন আগে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল ৪০ বছর বয়সে মারা যান তিনি। সদ্য প্রয়াত ক্রিকেটারের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ শুক্রবার রাজধানীর বাড়িধারায় প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তরের মেয়র। এই সময় ক্রিকেটার রুবেলের স্ত্রী, সন্তান, মা, ভাইসহ পরিবারের উপস্থিত অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন মেয়র। তিনি রুবেলের সন্তান রুশদানের সঙ্গে কিছু সময় কাটান, তার হাতে কিছু উপহারসামগ্রী তুলে দেন।
রুবেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ক্রিকেটার রুবেল ছিলেন বাংলাদেশ ক্রিকেটের একটি অমূল্য সম্পদ। তাঁর চলে যাওয়ায় একটি শূন্যস্থানের তৈরি হয়েছে। প্রয়াত ক্রিকেটার রুবেলের বাসায় গিয়ে তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছি। রুবেলের পরিবারের যে কোনো প্রয়োজনে ভবিষ্যতে ডিএনসিসি পাশে থাকবে।’
এদিকে মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা রহমান চৈতি সম্প্রতি স্বামীর কবর স্থায়ীকরণের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর। বনানীর কবরস্থানে দাফন করা হয় রুবেলকে।
রুবেলের কবর স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। রুবেলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। মেয়র সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগকে এই নির্দেশ দেন।
ঈদের পরেই বোর্ডসভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান মো. আতিকুল ইসলাম।