তিন দশক পর উৎসবে ভাসল নাপোলি

এক-দুই বছর নয়। এই শিরোপার জন্য অপেক্ষা দীর্ঘ ৩৩ বছর। তিন দশকেরও বেশি সময় পর অবশেষে এলো উৎসবের উপলক্ষ্য। ১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরে শিরোপা জয়ের পর দ্বিতীয়বারের মতো এবার ইতালিয়ান লিগে সিরিআর চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি।
গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাতে উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নাপোলি। তাতেই নিশ্চিত হয়ে যায় শিরোপা। লিগে ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নাপোলি।
অবশ্য আগের ম্যাচেই শিরোপা উৎসবের জন্য প্রস্তুত ছিলেন ভক্তরা। বলা চলে আগের ম্যাচকে ঘিরে মানুষের ঢল নেমেছিল নেমেছিল দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে। ভক্তরা চেয়েছিলেন জয় দিয়েই রাঙানো হোক এই উৎসব। কিন্তু সেদিন ড্র করাতে শিরোপা জেতা হয়নি।
তবে উদিনিসের মাঠে আর ভুল হয়নি। এই ম্যাচেও ড্র করলেও চ্যাম্পিয়ন হতে বাধাপ্রাপ্ত হয়নি লুসিয়ানো স্পাল্লেত্তির দল। কারণ লিগের বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের। তাই পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নাপোলি।
খেলা প্রতিপক্ষের মাঠে হলেও উৎসব থেমে থাকেনি নাপোলিতে। সেখানেও ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়ে জায়ান্ট ক্রিনে খেলা দেখেছেন। এমন দিনের শুরুটা যদিও হয় তিক্ততা দিয়ে। ম্যাচের ১৩তম মিনিটে গোল খেয়ে বসে নাপোলি। সান্দি লোভরিচর গোলে এগিয়ে যায় উদিনিস।
সেই হতাশা কাটে দ্বিতীয়ার্ধে। বিরতির পর সমতায় ফেরে নাপোলি। জোরাল শটে স্কোরলাইন ১-১ করেন ভিক্টর ওসিমহেন। যা ধরে রেখে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে নাপোলি।