চোট গুরুতর নয়, প্রথম ম্যাচ থেকেই খেলবেন রোহিত

বাংলাদেশের মুখোমুখি হওয়ার একদিন আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। গতকাল শুক্রবার অনুশীলনে চোট পান দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে ভারতীয়দের জন্য সুখবর হলো রোহিতের চোট গুরুতর নয়, এমনকি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন স্বাগতিক অধিনায়ক।
বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে মোকাবিলা করার জন্য অনুশীলনে বাঁহাতি বোলারকে নামায় ভারত। বাঁহাতি বোলারের বাউন্সারগুলোতে মাথা নামিয়ে নিচ্ছিলেন রোহিত। একপর্যায়ে হঠাৎ রোহিতের বাঁ উরুতে গিয়ে একটি বল লাগে। এতে তিনি ব্যথা পেয়ে মাঠ ছাড়েন।
পরক্ষণে ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, মাঠ ছাড়ার পর রোহিত আর অনুশীলনে ফেরেননি।
তবে পরে জানা গেছে, ড্রেসিংরুমে ফেরার পর আঘাতের জায়গায় প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা হয়েছে রোহিতের। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘রোহিত শর্মা নেটে ব্যাটিং অনুশীলনের সময় তাঁর বাঁ-পাশের তলপেটে বলের আঘাত পান। তবে ভারতীয় চিকিৎসক দল তাঁকে ম্যাচ খেলার জন্য পুরোপুরি সুস্থ বলে ছাড়পত্র দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে রোববার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে মাঠে দেখা যাবে।’
এদিকে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ব্যাকআপ কিপার হিসেবে রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে। দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করেন তিনি। তবে ভারতের অনুশীলনে ঋষভ পন্থই উইকেটের পেছনে বেশি সময় ছিলেন।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন শিবম দুবে। তিনিও আছেন এই সিরিজে। অনুশীলনে এই তারকা অলরাউন্ডার প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে বেশি সময় ছিলেন।