ক্রিকেটকে বিদায় বলে দিলেন হরভজন সিং

বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে হরভজন সিং। শেষ টেস্ট ২০১৫ এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ২০১৬ সালে। গত কয়েক বছর শুধু ঘরোয়া ক্রিকেট খেলে যান তিনি।
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল, সব ধরণের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন হরভজন। শেষ পর্যন্ত সত্যি হলো। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে হরভজন ঘোষণা দেন, সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
টুইটারে হরভজন লেখেন, ‘সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আজ আমি সেই খেলাকে বিদায় জানাচ্ছি, যেটা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। ২৩ বছরের দীর্ঘ এই যাত্রাকে স্মরণীয় করে রাখতে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আন্তরিক ধন্যবাদ আপনাদের।’

১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হরভজনের। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজে নজর কেড়েছিলেন। তিন টেস্টে ৩২টি উইকেট তুলে নিয়েছিলেন। তারপর একের পর এক সাফল্য পয়েছেন। ২০০৭ টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের অন্যতম সদস্য ছিলেন তিনি।
তবে গত পাঁচ বছর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছে, রাজনীতিতে যোগ দিতে পারেন। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।