আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় ওয়েস্ট ইন্ডিজের

প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১০৯ রান তুলে খেলা শেষ করেছিল আফগানিস্তান। মাত্র ১৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের শুরুতে বাকি তিন উইকেটে মাত্র ১১ রান যোগ করে সমাপ্তি ঘটে আফগানদের দ্বিতীয় ইনিংসের। তৃতীয় দিন সকালে মাত্র ৭.১ ওভার দীর্ঘায়িত হয় রশিদ খানদের দ্বিতীয় ইনিংস।
মাত্র ৩১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৬.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ, তৃতীয় দিন সকালের সেশনেই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ৯ উইকেটে সহজ জয় তুলে নিল ক্যারিবীয়রা। তৃতীয় দিন খেলা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে বাকি তিন উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের যবনিকা টানেন ক্যারিবীয় দলনায়ক জেসন হোল্ডার। যদিও দলের সহজ জয়েও ক্রেগ ব্রাথওয়েটের ব্যাট হাতে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ইনিংসেও মাত্র ৮ রানে সাজঘরে ফিরলেন এই ক্যারিবীয় ওপেনার।
তবে দলের এই জয়ে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন দলনায়ক হোল্ডার। তিনি বলেন, ‘এই জয় আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পর ভালোভাবে বছর শেষ করাটা খুব দরকার ছিল। সব কৃতিত্ব দলের ছেলেদের। নতুন ছেলেরা সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করছে দেখে ভালো লাগছে।’
উল্লেখযোগ্যভাবে হোল্ডার প্রশংসা করেন শতরান করা শামার ব্রুকসের। পাশাপাশি মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম ইনিংসে রাকিম কর্নওয়ালের ৭ উইকেট নেওয়ার বিষয়টিকেও বাড়তি কৃতিত্ব দেন ক্যারিবিয়ান দলনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিশালাকার বোলিং অলরাউন্ডার কর্নওয়ালের দাপটেই মূলত প্রথম ইনিংসে মাত্র ১৮৭ গুটিয়ে যায় এশিয়ার দেশটির ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট সংগ্রহ করে ম্যাচে সর্বমোট ১০ উইকেট ঝুলিতে ভরেন কর্নওয়াল। পাশাপাশি ব্যাট হাতে জন ক্যাম্পবেলের অর্ধশতরান ও শামার ব্রুকসের সেঞ্চুরি দলের জয় অনেকটাই সহজ করে দেয়। যদিও দ্বিতীয় ইনিংসে আফগানদের মাত্র ১২০ রানে অলআউট করার পেছনে বল হাতে ভূমিকা নেন জেসন হোল্ডার ও রস্টন চেজও। কর্নওয়াল ছাড়া এই দুই বোলারের ঝুলিতেও আসে ৩টি করে উইকেট।
অন্যদিকে প্রথম চার টেস্টের তিনটিতেই জয় ছিনিয়ে নেওয়া আফগানিস্তান হতাশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে। মাত্র তিন দিনের মধ্যেই একমাত্র টেস্টে পরাজিত হয়ে আফগান দলনায়ক বলেন, ‘লম্বা ফরম্যাটে নিশ্চিতভাবে আমাদের একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে ব্যাটিংয়ে আমাদের উন্নতির প্রয়োজন। বছরে একটা টেস্ট আমাদের জন্য যথেষ্ট নয়।’
এর আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে পরাস্ত করার পর টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে আফগানদের কাছে হার স্বীকার করে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ।