এশিয়া কাপের প্রাইজমানি ঘোষণা, কোন দল কত পাবে?

নানা শঙ্কা আর জটিলতা কাটিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আর হংকং। ৮ দল নিয়ে মাঠে গড়ানো টুর্নামেন্টের প্রাইজমানি বাড়িয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার তথ্যমতে, সর্বশেষ আসরের চেয়ে প্রায় দ্বিগুন বাড়ছে এশিয়া কাপের প্রাইজমানি।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এসিসির এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সবমিলিয়ে এবারের আসরে প্রাইজমানি থাকবে ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের মতো।
এশিয়া কাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা। এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল দেড় কোটি টাকার আশেপাশে।
রানার্সআপ দলের প্রাইজমানিও বাড়ছে এবারের আসরে। ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি পাবে রানার্সআপ দল। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। গত আসরে রানার্সআপ দল পেয়েছিল ৮০ লাখ টাকার আশেপাশে।
এশিয়া কাপের ১৭তম আসরের সেরা খেলোয়াড় পাবেন ১২ লক্ষ ৫০ হাজার টাকা। যা গত আসরের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি। ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেয়েছিলেন সাড়ে ৫ লাখ টাকার আশেপাশে।