আট নম্বরে নেমে ইয়াসির গড়লেন দারুণ কীর্তি

টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির শাহ। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরিতে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে সফরকারী পাকিস্তান।
অভিজ্ঞ ইয়াসির ৩৬ টেস্ট ক্যারিয়ারে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন। তবে এদিন অস্ট্রিলিয়ার মাটিতে আট নম্বরে ব্যাট করতে নেমে ১১৩ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি। ২১৩ বল খরচ করে ১৩টি চারের মার দিয়ে ইনিংসটি সাজান তিনি।
মার্নাস লাবুশেনের বলে স্টিভ স্মিথ ক্যাচ নিতে ব্যর্থ হলে ব্যক্তিগত ৩৩ রানে জীবন পান ইয়াসির। এরপর লাবুশেন নিজের বলে ক্যাচ নিতে ব্যর্থ হলে ব্যক্তিগত ৪৩ রানে দ্বিতীয়বার জীবন পান ইয়াসির। আর তা কাজে লাগাতে ভুলেননি তিনি।
তবে দুর্ভাগ্য অধিনায়ক বাবর আজমের। ইয়াসির-বাবর ১০৫ রানের জুটি গড়লেও সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে ব্যক্তিগত ৯৭ রানে আউট হয়ে যান বাবর।
অস্ট্রেলিয়ার তিন উইকেটে ৫৮৯ রানের জবাবে ৩০২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস।
তবে আগের দিন ওয়ার্নার অসাধারণ ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন। গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান। পাকিস্তানের আজহার আলীর গোলাপি বলের ৪৫৬ রান টপকে গেলেন।
এ ছাড়া চলতি বছর টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল ভারতীয় বিরাট কোহলির। গত মাসে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রান করেছিলেন তিনি। এদিন তিনশতাধিক রান করে ভারতীয় তারকাকে ছাপিয়ে গেছেন ওয়ার্নার।
তা ছাড়া এত দিন টেস্টে ওয়ার্নারের সর্বাধিক রান ছিল ২৫৩। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। এবার নিজের সেই ইনিংসকেও ছাড়িয়ে গেছেন তিনি।