পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ঢাকায় সম্মেলন

দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে বিদেশি বিনিয়োগকারী সম্মেলন-২০২৫। সম্মেলনটির আয়োজন করেছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
বনানীর শেরাটন হোটেলে আজ বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রথমার্ধের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান।
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। আমাদের সেই সুযোগকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।