প্রধান সূচকের উত্থান, কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (২৪ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
শেয়ার বিক্রির চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ২১ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। এতে সূচকটি উত্থানে আসে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪৮ পয়েন্ট। পরে উত্থান গতি কমে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ১৬ মিনিটে ডিএসইএক্স পতন হয় তিন পয়েন্ট। এরপর সূচকটি ফের উত্থানে ফিরে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৮ দশমিক শূন্য ৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৯২ দশমিক শূন্য চার পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৯ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭২ দশমিক ৬৯ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) লেনদেন হয়েছে ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ আট হাজার সাত কোটি এক লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল সাত লাখ আট হাজার ৩৪৮ কোটি পাঁচ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬১টির এবং কমেছে ১৭১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ২৯ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ২৭ কোটি ৩৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে চার দশমিক ৯৩ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।