চলতি বছরের সেরা লেনদেন আজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বুধবারের (১৬ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৭১৬ কোটি টাকা। আজ ডিএসইতে বেড়েছে লেনদেন পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৭৩৪ কোটি টাকা। যা গত আট মাস ১১ দিন বা ১৬৩ কার্যদিবস পর এই লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৪৭ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৩ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৩১ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৬ পয়েন্ট। পরে উত্থান গতি বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৫৪ দশমিক ৬৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১১৬ দশমিক ৮৯ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯২০ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১২ দশমিক শুন্য পাঁচ পয়েন্টে।
আজ বুধবার লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। এর আগে গত ৫ নভেম্বর লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। বুধবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮১ হাজার ৩৪৭ কোটি ৩২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৭৭ হাজার ৬৩১ কোটি তিন লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৭টির বা ৬৭ দশমিক ২৫ শতাংশ এবং কমেছে ৭৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ২২ কোটি ৪৫ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২১ কোটি ৮৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ১৯ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেনের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৭৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।