রাইট শেয়ার ইস্যুতে সম্মতি পায়নি কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদনে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত রোববার (২৯ জুন) বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা সংগ্রহ করতে চেয়েছিল।
২০২৪-২০২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কনফিডেন্স সিমেন্টের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে দুই টাকা ৮৮ পয়সা। আগের ২০২৩-২০২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই থেকে মার্চ) বা তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল আট টাকা ছয় পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সা।