হান্নান শাহর মৃত্যুতে জুহুর প্রদেশ বিএনপির দোয়া মাহফিল

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়ার জুহুর প্রদেশ বিএনপি।
গতকাল রোববার রাত ৮টার দিকে জুহুর বারুর তামান মাওন্ট অস্টিন বাংলাদেশি মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জহুর বারু বিএনপির সভাপতি এম জে আলম বলেন, ‘হান্নান শাহ বিএনপির একটা স্তম্ভ ছিলেন, জাতীয়তাবাদী শক্তির একটি প্রতীক চিলেন। তিনি দুর্দিনের একজন কাণ্ডারি ছিলেন। হান্নান শাহর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। আজকে আমরা তাঁকে আমাদের দলের দুর্দিনের কাণ্ডারি হিসেবে আখ্যায়িত করতে চাই।’
মসজিদে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন জুহুর প্রদেশ বিএনপি নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও মাদ্রাসার এতিম শিশুরা যারা গত রমজান মাসে হান্নান শাহর সঙ্গে ইফতার করে ছিলেন। এশার নামাজের পর সুরা ইয়াসিন তেলাওয়াত ও দোয়া-দরুদ পাঠ শেষে মরহুমের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আ স ম হান্নান শাহ গত ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তাঁর লাশ দেশে আনা হয়। কয়েক দফা জানাজা শেষে ৩০ সেপ্টেম্বর গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।