দাম্মামে বিএনপির উদ্যোগে মে দিবস পালন

মহান মে দিবস উপলক্ষে গত সোমবার সৌদি আরবের দাম্মাম শিল্পনগর শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : এনটিভি
শ্রমিকের অধিকার সুরক্ষার জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার। আর সে ধরনের সরকারই পারে সব অধিকার ফিরিয়ে দিতে। সৌদি আরবের দাম্মাম শিল্পনগর শাখা বিএনপির মে দিবসের আলোচনা সভায় প্রবাসী বিএনপি ও ২০ দলের নেতারা এসব কথা বলেন।
গত সোমবার আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাম্মাম শিল্পনগর শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান। সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের পরিচালনায় এ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাব্বির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দাম্মাম বিএনপির সাধারণ সম্পাদক এম এ কাশেম খান।
বক্তব্য দেন দাম্মাম শিল্পনগর শাখা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজগর, মানিক ছানি, ফাহাদ আলম, সোহেল আহমেদ প্রমুখ। সভায় বিভিন্ন মিল-কারখানায় কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।