সৌদি আরবে কুমিল্লা সমিতির পিঠা উৎসব

সৌদি আরবের তাবুকে কুমিল্লা সমিতির পিঠা উৎসবে অংশগ্রহণকারীরা। ছবি : এনটিভি
সৌদি আরবে বৃহত্তম কুমিল্লা সমবায় সমিতির তৃতীয় বছর পূর্তি উপলক্ষে পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টায় দেশটির তাবুকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, চিত্তহরণ পিঠা, চিড়া পিঠাসহ নানা ধরনের পিঠার ডালা সাজানো ছিল এই উৎসবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পিঠা খেয়ে ব্যাপক প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব কুমিল্লা সমবায় সমিতির সভাপতি শাহ আলম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আক্তার। বক্তব্য দেন চিকিৎসক কামরুল, জামাল হোসেন, সাংবাদিক ঈসমাইল খান টিটু, মোস্তফা চৌধুরী, আব্বাস মিয়া, ফকরুল আক্তার ও জলিল।
উৎসবে কুমিল্লা প্রবাসীরা উপস্থিত ছিলেন।