মালয়েশিয়ায় মাদারীপুর জনকল্যাণ সংস্থার যাত্রা শুরু

কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মালয়েশিয়া প্রবাসী মাদারীপুর জনকল্যাণ সংস্থা। গতকাল শনিবার রাজধানী কুয়ালালামপুরে বুকিতে আনুষ্ঠানিকভাবে সংস্থাটি যাত্রা শুরু করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মনিরুজ্জামান মনির ১০১ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটিতে আহমেদ শরীফকে সভাপতি, মোহাম্মদ অলিল ফরাজীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ জুয়েল বেপারীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সংস্থাটির সভাপতি আহমেদ শরীফের সভাপতিত্বে রাসেল হাওলাদার ও কাজী নিয়াম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
মনিরুজ্জামান মনির বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের হয়ে মালয়েশিয়া সংস্থা কাজ করবে। এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সংস্থাটির যাত্রা শুরু, আমার বিশ্বাস তারা সেটা পূরণ করতে সক্ষম।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংস্থাটির নবগঠিত সাধারণ সম্পাদক অলিল ফরাজী। আরো বক্তব্য দেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারী।
শরীয়তপুর অ্যাসোসিয়েশনের মালয়েশিয়া সভাপতি আতাউর রহমান রানা তালুকদার, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, মালয়েশিয়া শরীয়তপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তারেকুজ্জামান মিতুল, শরীয়তপুর অ্যাসোসিয়েশনের মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।