ফ্যাসিবাদের সময়ও এনটিভি কথা বলতে ছাড়েনি

এনটিভি ২২ বছর পার হয়ে ২৩ বছরে পদার্পণ করেছে। আমাদের দেশে উত্থান ও পতনের মধ্যে একটা টেলিভিশন লাগাতার ১৫ বছর স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে টিকে থেকে জয়যুক্ত হয়ে আবারও তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। এটি সত্যি অভিনন্দন পাওয়ার মতো বিষয়।
১৫ বছরে ফ্যাসিবাদের নজর সম্ভবত সবচেয়ে বেশি ছিল মিডিয়ার দিকে। মিডিয়ার মধ্যে অন্য টেলিভিশনগুলোর চেয়ে এনটিভির দিকে বেশি নজর ছিল।
তখন আমি এনটিভিতে বেশি গেছি, টকশোতে গেছি। আমি দেখেছি অনেকের মতো এনটিভি কথা বলতে ছাড়েনি। তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে।
সেই কারণে এনটিভি বাংলাদেশের কোটি কোটি দর্শকের কাছে প্রিয় টেলিভিশন কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। আমি এনটিভির সাফল্য কামনা করি।
লেখক : সভাপতি, নাগরিক ঐক্য