এনটিভি দেশের পক্ষে নিরপেক্ষতা নিয়ে কাজ করবে, প্রত্যাশা এনসিপির
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে।
আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের গণমাধ্যমগুলো দেশের পক্ষে স্বচ্ছ ও নিরপেক্ষতা নিয়ে কাজ করবে। এনটিভির প্রতিও সেই প্রত্যাশা আমাদের।
গণঅভ্যুত্থান এবং পূর্ববর্তী সময়ে মিডিয়ার নেতিবাচক ভূমিকা দেখেছি, অনেক বেশি নিয়ন্ত্রণাধীন ছিল গণমাধ্যম। স্বাধীন গণমাধ্যম ছিল না, জনগণের পক্ষে মিডিয়া কথা বলতে পারেনি।
গণঅভুত্থানের পরে আমাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে গণমাধ্যম তার নেতিবাচক ভূমিকা থেকে সরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবে। জনগণের পক্ষে স্বচ্ছতার ভিত্তিতে তথ্য প্রচার করবে।
লেখক: আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।