রাজকীয় শাহি কোফতা বিরিয়ানি

রিরিয়ানি আমাদের দেশে অতি জনপ্রিয় খাবার। যেকোনো উৎসবের খাবারের আয়োজন বিরিয়ানি ছাড়া যেন অপূর্ণ থাকে। অনেকেই মনে করেন, বাসায় বিরিয়ানি তৈরি করা অনেক ঝামেলার। তাই বাড়িতে রান্না না করে রেস্তোরাঁয় খেতে যান। তবে বাসায় যদি সব উপকরণ থাকে, আর রান্নার কৌশল যদি জানা থাকে তাহলে বাইরের খাবারের স্বাদ ঘরেই পাওয়া সম্ভব। আজ আপনাদের জানানো হলো, শাহি কোফতা বিরিয়ানি রেসেপি।  রেসিপিটি জানিয়েছে বার্তা সংস্থার ইউএনবি...