রেসিপি প্রতিযোগিতা
আর মাত্র পাঁচ দিন বাকি!

যাঁরা খেতে ভালোবাসেন এবং খাওয়াতে ভালোবাসেন, তাঁদের জন্য মহাসুযোগ। শুধু রেসিপির ছবি পাঠিয়ে আর সেই খাবার খেতে কতটা সুস্বাদু, সেটা লিখে জিতে নিন সঙ্গীসহ ঢাকা-কক্সবাজার যাওয়া-আসার টিকেট ও সাইমন বিচ রিসোর্টে তিন দিন দুই রাত থাকার সুযোগ। এনটিভি অনলাইন ও প্রাণ-আরএফএল গ্রুপের যৌথ আয়োজনে ‘চিয়ার আপ গিয়ার আপ দ্য টেস্ট কম্পিটিশনে’ রেসিপির ছবি পাঠানোর আর মাত্র বাকি আছে পাঁচ দিন! আগামী ১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
এনটিভি অনলাইনে প্রকাশিত রেসিপির ভিডিও দেখে নিজের মতো করে যেকোনো একটি রেসিপি তৈরি করে ছবি তুলতে হবে প্রতিযোগীদের। সেই ছবিসহ রেসিপিটি কেন স্বাদকে বাড়িয়ে তুলবে বা ‘গিয়ার আপ’ করবে, তা ৫০০ শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে (Cheer Up-এর বোতলসহ রেসিপির ছবি পাঠাতে পারেন)। বিস্তারিত জানতে ক্লিক করুন Cheer Up Gear Up The Taste।
অংশগ্রহণকারীদের ছবিসহ পুরো নাম, ঠিকানা, ই-মেইল, মোবাইল ফোন নম্বরসহ রেসিপি জমা দিতে হবে (ছদ্মনাম গ্রহণযোগ্য নয়)। প্রতিযোগীদের পাঠানো ছবিগুলোর মধ্য থেকে সেরা ৪০টি বাছাই করে ৫ অক্টোবর এনটিভি অনলাইনে প্রকাশ করা হবে। বিচারকদের দেওয়া নম্বর ও প্রাপ্ত ভোটের ভিত্তিতে সেখান থেকে সেরা ১০ জনকে বাছাই করা হবে। বাছাইকৃত সেরা ১০ জনকে একই পুরস্কার দেওয়া হবে।
পুরস্কার গ্রহণের জন্য বিজয়ীদের নিবন্ধিত ই-মেইল ও মোবাইল ফোন নম্বরটি সচল রাখতে হবে। প্রতিযোগিতার নিয়মাবলিতে যেকোনো পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আর হ্যাঁ, বাংলাদেশি যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতার বিষয়ে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন : ০১৮৪৭ ১৫৪৭৮১ ও ০৯৬১৩৭৩৭৭৭৭ নম্বরে (বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে)।