ঈদে উজ্জ্বল ত্বক পেতে টমেটোর ব্যবহার

ত্বকের যত্নে অনেকেই কসমেটিক কিংবা পারলারের শরণাপন্ন হয়ে থাকেন। তবে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের চেয়ে ভালো উৎস নেই। এমন একটি উপাদান হলো টমেটো। ত্বককে পরিষ্কার রাখতে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল-ফর্সা করতে খুবই উপকারী একটি উপাদান।
টমেটো ব্যবহার করে কীভাবে পাঁচটি উপকারী ফেস প্যাক তৈরি করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বিউটি সাইট ‘ডাই হেলথ রেমিডি ডট কম’-এ। আজ ঈদের দিন যে কোনো একটি প্যাক ব্যবহার করতে পারেন।
ফেস প্যাক ১
যা যা লাগবে : টমেটো একটি ও মধু দুই টেবিল চামচ।
যেভাবে ব্যবহার করবেন
একটি বাটিতে টমেটো নিয়ে থেঁতলে নিন। মধু মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও ঘাড়ে এই পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ফেস প্যাক ২
যা যা লাগবে : টমেটোর রস এক চা চামচ ও লেবুর রস এক চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
একটি বাটিতে টমেটোর রস ও লেবুর রস নিয়ে মেশান। মুখ ধুয়ে এরপর এই প্যাকটি লাগান। ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে দুবার এই পদ্ধতিতে প্যাক লাগান। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী।
ফেস প্যাক ৩
যা যা লাগবে : টমেটো একটি ও ওটমিল এক চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
একটি টমেটো পেস্ট করে এর সঙ্গে ওটমিল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ফেস প্যাক ৪
যা যা লাগবে : টমেটো একটি ও টকদই দুই চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
টমেটোর রস বের করে এর সঙ্গে টকদই মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে মুখ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিনবার এই প্যাক ব্যবহার করুন।
ফেস প্যাক ৫
যা যা লাগবে : টমেটোর রস দুই চা চামচ ও শসার রস দুই চা চামচ।
যেভাবে ব্যবহার করবেন
টমেটোর রস নিয়ে এর সঙ্গে শসার রস মেশান। ভালোভাবে মেশানো হলে মুখে লাগিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিন। সাধারণ পানি দিয়ে ধুয়ে আবার ঠান্ডা পানির ঝাপটা দিন। সপ্তাহে দুই থেকে তিনবার এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিন।