চুল ধোয়ার আগে যা যা করবেন

চুল ধোয়ার আগে চাই কিছু যত্নআত্তি, যা চুলকে ঝরঝরে ও প্রাণবন্ত করবে। ছবি : বোল্ডস্কাই
চুল সুস্থ ও প্রাণবন্ত রাখতে পরিষ্কার রাখা একান্ত জরুরি। তবে শুধু শ্যাম্পু করলেই চুল পরিষ্কার হয় না। শ্যাম্পুর আগে প্রয়োজন কিছু যত্নআত্তি, যা চুলকে ঝরঝরে ও উজ্জ্বল করবে। আর সেই সঙ্গে চুল হবে প্রাণবন্ত।
ভারতীয় সংবাদমাদ্যম টাইমস অব ইন্ডিয়ায় চুল ধোয়ার আগে যা যা করবেন তার কিছু প্রয়োজনীয় দিক তুলে ধরা হয়েছে। চলুন, একনজরে জেনে নিই চুল ধোয়ার আগে কোন পরামর্শটি আপনার জন্য কার্যকর।
- চুলে দুই ধরনের তেল যেমন- অলিভ অয়েল ও আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে ও মাথার তালুতে ভালোভাবে ঘষুন। এতে চুল পড়া রোধ হবে।
- তেলের এই মিশ্রণ দিয়ে অন্তত ২০ মিনিট চুল ও মাথার তালু ভালোভাবে ঘষুণ। এতে চুল পরিমাণমতো পুষ্টি পাবে এবং চুল ঝরঝরে ও নরম হবে।
- কখনোই চুলে গরম পানি ব্যবহার করবেন না। এতে চুল ধীরে ধীরে রুক্ষ ও শুষ্ক হয়ে যাবে। যতটা সম্ভব সাধারণ পানি দিয়ে চুল ধোয়ার চেষ্টা করুন।
- টকদই ও ডিম একসঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন। এটা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এই প্যাক ব্যবহারের চুল হয় নরম ও মসৃণ।
- মধু ও টকদই একসাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি চুলের ভেতরে গিয়ে ময়েশ্চারাইজারের কাজ করে এবং চুলে কন্ডিশনিংও করে।
- দুটি কলা চটকে নিয়ে এর সাথে দুই টেবিল চামচ মেয়নেজ ও এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। কলা চুল নরম করতে সাহায্য করে। এই প্যাকটি নিস্তেজ ও রুক্ষ চুলের জন্য বেশ কার্যকর।
- তিন টেবিল চামচ মাশকলাইয়ের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন পরদিন শিলপাটায় বেটে পেস্ট তৈরি করে নিন। এরপর এর মধ্যে একটি ডিম, এক টেবিল চামচ লেবুর রস এবং এক কাপ টকদই মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। এতে চুল উজ্জ্বল ও নরম হয় এবং চুল পড়াও কমে যায়।