অ্যামন্ড অয়েল ডার্ক সার্কেল দূর করে

কোনো ব্যক্তির শারীরিক সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে চোখ অন্যতম। আকর্ষণীয় চোখ সবাইকে মুগ্ধ করে। কিন্তু চোখের নিচের কালো দাগ আপনার এই আকর্ষণ ছিনিয়ে নিতে পারে। এই দাগ ডার্ক সার্কেল নামে পরিচিত। তাই ডার্ক সার্কেল দূর করতে আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিভিন্নভাবে এ সমস্যার সমাধান করা গেলেও আজ জানবেন কীভাবে অ্যামন্ড অয়েল চোখের নিচের কালো দাগ দূর করতে কাজ করে।
অ্যামন্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই আছে, যা চোখের চারপাশের রুক্ষতা দূর করে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ ছাড়া এতে ফ্যাটি এসিড, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে, যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
কী কী উপায়ে অ্যামন্ড অয়েল ব্যবহার করতে পারেন, এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট স্টাইল ক্রেজ ডটকমে। চলুন, একনজরে জেনে নেওয়া যাক:
পদ্ধতি-১
রাতে ঘুমানোর আগে চোখের নিচে অ্যামন্ড অয়েল দিয়ে ম্যাসাজ করে নিন। প্রতিদিন এভাবে ব্যবহারে চোখের চারপাশের রক্ত সঞ্চালন ভালো হবে, যা দাগ দূর হতে সাহায্য করে।
পদ্ধতি-২
দুই চা চামচ মধু ও দুই চা চামচ অ্যামন্ড অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। রাতে পেস্টটি চোখের নিচে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
পদ্ধতি-৩
অ্যামন্ড অয়েলের সঙ্গে অল্প পরিমাণে দুধ মিশিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল আক্রান্ত স্থানে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
প্রয়োজনীয় পরামর্শ
১. অ্যামন্ড অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা চোখের চারপাশের বয়সের ছাপ, অর্থাৎ বলিরেখা দূর করতেও কার্যকর।
২. যাঁদের বাদামে অ্যালার্জি সমস্যা আছে, তাঁরা এই উপাদান বাদে অন্য উপাদান ব্যবহার করুন।
৩. ত্বক ও চোখের দাগ দূর করতে আপনার দরকার পর্যাপ্ত ঘুম।
৪. প্রচুর পরিমাণ পানি পান করুন।
৫. সব সময় সুষম ও স্বাস্থ্যকর খাবার খাবার খেতে চেষ্টা করুন।